হামলাকারীদের ওপর চড়াও হলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে -অতিরিক্ত আইজিপি কখনো মাইকে ঘোষণা দিয়ে, আবার কখনো হুট করেই চালানো হচ্ছে হামলা। আগুন দেওয়া হচ্ছে মাজার ও দরগায়। কবর থেকে একজনের লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তিমূলক একটি পোস্টকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামের চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে একটি মাজার আঙিনায় থাকা তিনটি বসতঘর ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার এ ধরনের হামলার নিন্দা জানানো হচ্ছে। এক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স নীতির বিষয়টি উল্লেখ করে সারা দেশে মাজার ও দরগাহর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।...