কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারা দাবি করেছে, প্রেসিডেন্ট পেত্রো নিউইয়র্কে “বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডে” জড়িত ছিলেন। খবর আল জাজিরার। মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানায়, “কলম্বিয়ার প্রেসিডেন্ট নিউইয়র্ক সিটির এক রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করেছেন এবং সহিংসতায় উসকে দিয়েছেন।” যদিও পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট পেত্রো শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেন। এদিন...