দলীয় শৃঙ্খলা ফেরাতে আরও কঠোর হচ্ছে বিএনপি। দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন অভিযোগ যে পর্যায়ের নেতার বিরুদ্ধেই উঠুক না কেন কোনো ছাড় নয়।ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে কঠোর হচ্ছে বিএনপি। দলের শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দিচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সাংগঠনিক শাস্তির আওতায় আনা হচ্ছে। চাঁদাবাজি, দলবাজি, ভাঙচুরসহ নানা অভিযোগে সারা দেশে প্রায় ৭ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির নেতা-কর্মীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে কি না সেসব বিষয়ে সতর্ক থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে আগামী নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ বিবেচনায় নিচ্ছে দলটি। জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে কোথায় কী ঘটছে, কারা কী করছে-খবর পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৫...