জার্মানির বুন্দেসলিগায় আবারও ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। শুক্রবার রাতে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের হয়ে দুটি গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ক্লাবগুলোর মধ্যে চলতি শতাব্দীতে সবচেয়ে দ্রুত সময়ে ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার কীর্তি গড়েছেন তিনি। মাত্র ১০৪ ম্যাচে ১০০ গোলের এই রেকর্ড গড়ার পথে কেইন পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডকে। ২০১১ সালে রোনালদো এবং ২০২৪ সালে হালান্ড একই কীর্তি গড়েছিলেন ১০৫ ম্যাচে। শুক্রবারের ম্যাচে কেইন প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৬৫ মিনিটে কাছ থেকে শট নিয়ে শততম গোল পূর্ণ করেন। ম্যাচটি বায়ার্ন মিউনিখ ৪-০ ব্যবধানে জিতে শীর্ষস্থান ধরে রাখে। সম্প্রতি হফেনহাইমের বিপক্ষে হ্যাটট্রিক করে কেইন আরও দুটি রেকর্ড নিজের করে নিয়েছেন। মাত্র ৬৭...