মঈনুদ্দীন তালুকদার হিমেল, ঠাকুরগাঁও ||রাইজিংবিডি.কম দুর্গাপূজার মেলাকে কেন্দ্র করে হরেক রকম মাটির খেলনা তৈরির কাজ চলছে মাটির তৈরি খেলনা বাংলার গ্রামীণ ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। দুর্গাপূজার মৌসুমে একসময় কুমারপল্লীগুলো থাকত আনন্দ ও কর্মচাঞ্চল্যে ভরা। কিন্তু আধুনিকতার কাছে আজ সেই শিল্প হারাচ্ছে আলো। উৎসবের দিনে যেখানে থাকার কথা ব্যস্ততা, সেখানে ঠাকুরগাঁওয়ের কুমারপল্লীতে নেমে এসেছে বিষাদের ছায়া ও নিস্তব্ধ হতাশা। শিশুর মুখে হাসি ফোটাতে যে হাতে তৈরি হতো রঙিন খেলনা, সেই হাতগুলো আজ ব্যস্ত শুধুই টিকে থাকার লড়াইয়ে। প্লাস্টিক ও বাজারি সামগ্রীর দাপটে কুমারদের তৈরি শিল্পকর্ম হারাচ্ছে ক্রেতা। ঠাকুরগাঁওয়ের কুমারপল্লী ঘুরে জানা যায়, দুর্গাপূজাকে ঘিরে একসময় মাটির হাতি–ঘোড়া, গরু, হাড়ি-পাতিল কিংবা ফুলের টব নিয়ে মুখর থাকত কুমারপল্লী। শিশুদের জন্য সাজানো হতো রঙিন খেলনার ভাণ্ডার। কিন্তু এখন সেই দৃশ্য এখন আর তেমন চোখে...