চুলের কোমলতা ধরে রাখার জন্য হেয়ার স্পা করা খুব জরুরি। পার্লারে গিয়ে স্পা করাতে না চাইলে ঘরেই প্রাকৃতিক উপাদান দিয়ে চুল স্পা করে নিন। তিনটি উপায় জানিয়ে দিচ্ছি। নারকেলের দুধআরো পড়ুন:দুই সপ্তাহ চিনি না খেলে শরীরে যেসব পরিবর্তন আসেবিশ্বের সবচেয়ে উঁচু মানবপিরামিড চুলের কোমলতা ফিরে পাওয়ার জন্যনারকেলের দুধ চুলে ব্যবহার করতে পারেন। এতে আছে ফ্যাটি অ্যাসিড, যা চুলের আর্দ্রতা জোগায়। নারকেলের দুধ না পেলে ডাবের শাঁস মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। ডাব অথবা নারকেল দুধের সঙ্গে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে নেবেন। এই ক্রিম চুলে মেখে ১ ঘণ্টা বসে থাকুন। শ্যাম্পু করে নিলেই পেয়ে যাবেন নরম ও মসৃণ চুল। অ্যালোভেরা ক্রিমচুলেও কোমলতা ফিরিয়ে দিতে পারে অ্যালোভেরা।...