বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক এক্স পোস্টে এ তথ্য জানা যায়। খবর আল জাজিরার। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শনিবার সকালে নিউইয়র্ক সিটির রাস্তায় বিক্ষোভে যোগ দিয়েছিলেন। এ সময় মার্কিন সৈন্যরা তাকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করেন। কিন্তু তিনি তা অমান্য করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক্সে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, কলম্বিয়ার নেতা শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিচ্ছেন। আরও পড়ুনআরও পড়ুনগাজায় অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নিচ্ছেন টনি ব্লেয়ার? এর আগে শুক্রবার জাতিসংঘে ভাষণ দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এ সময় তিনি নিজের বক্তব্যে পেত্রো ইসরাইলের কড়া সমালোচনা করেন। তিনি ইসরাইলিদের ‘নাৎসি’ আখ্যা দিয়ে...