এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের ১১ রানের আত্মঘাতী হারে টুর্নামেন্টের একটি অপূর্ণতা ঘুচেছে। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে ১৭ আসর মিলিয়ে এই প্রথম ফাইনালে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুদলের শেষ সাত ম্যাচেই জিতেছে ভারত। এবারের আসরেও গ্রুপপর্ব ও সুপার ফোরে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। দুবাইয়ে রবিবাসরীয় ফাইনালে ছবিটা কি বদলাবে? পাকিস্তান দল এবার আত্মবিশ্বাসী। অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, ভারতকে কীভাবে হারাতে হয়, সেটা তাদের জানা আছে। ভারত-বধের পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন কোচ মাইক হেসন। ফাইনালে ভারতকে হারানোর টোটকা দিয়েছেন পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। গত পরশু রাতে পাকিস্তান ফাইনালে ওঠার পর ভারতের গেরো খুলতে উত্তরসূরিদের সুনির্দিষ্ট দুটি পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার, ‘অনুমিত মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এটা...