বলিউড সেনসেশন আমিশা প্যাটেল আবারও খবরের শিরোনামে। বি-টাউনে‘কহো না পেয়ার হ্যায়’ দিয়ে ক্যারিয়ার শুরু করে ঝড় তুলেছিলেন তিনি, কিন্তু সাফল্যের ধারাবাহিকতা রাখতে পারেননি বলিউডে। তবুও প্রেমের খবরে কখনোই পিছিয়ে ছিলেন না আমিশা।শোনা যায়, বলিউডে বড় বড় নায়করা একসময় তার প্রেমে পাগল ছিলেন। কিন্তু আমিশা ছিলেন নিজের মতোই, কারও কাছে মন দেওয়া নেওয়া করেননি। আর তাই তো পঞ্চাশে পা দিয়েও সিঙ্গল এই নায়িকা। তবে এবার প্রকাশ্যে জানালেন তার সেই জনপ্রিয় নায়কের নাম, যার সঙ্গে নাকি এক রাত কাটাতেও রাজি এই সুন্দরী।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, আমিশা যখন স্কুলে পড়তেন তখন থেকেই হলিউড অভিনেতা টম ক্রুজের অন্ধভক্ত। ঘরের দেয়াল, ডায়েরির পাতায় অভিনেতার ছবি রাখতেন। সুযোগ পেলেই টম ক্রুজ অভিনীত ছবি দেখতেন। এক সাক্ষাৎকারে আমিশা জানান, ‘আমি প্রথম থেকেই টম ক্রুজের ফ্যান। ওকে ছাড়া...