গণতান্ত্রিক সংগঠন ‘ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ’-এর আয়োজনে আজ ‘সংস্কার ও নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ (২৭ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১টায় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এই সেমিনার। এতে দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেবেন। সেমিনারে সভাপতিত্ব করবেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুল্লাহ-আল-মামুন। সেমিনারে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আমীর কায়সার চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোস্তাফা শামীম এবং বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান মুহাম্মদ গোলাম মোস্তাফা খান। সেমিনারে নাগরিক ও সুশীল সমাজের...