আমরা অনেকেই সকালে সময়ের অভাবে ঝটপট স্যান্ডউইচ বা ফাস্টফুড খেয়ে নিই। কিন্তু এসব খাবার দীর্ঘদিন খেলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য—এসব লেগেই থাকে। তার চেয়ে অনেক সহজ একটি সমাধান হচ্ছে প্রতিদিন সকালে কয়েকটি ভেজানো কিশমিশ খাওয়া।আরও পড়ুন :গ্যাসের সমস্যায় স্বস্তির কিছু ঘরোয়া উপায়আরও পড়ুন :যেসব ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমেমাথা ঘোরা বা দুর্বলতা? নীরবে লো প্রেশারে ভুগছেন না তো?চলুন জেনে নিই, খালি পেটে ভেজানো কিশমিশ খেলে কী কী উপকার পাওয়া যায়—কোষ্ঠকাঠিন্য কমায়কিশমিশে আছে প্রাকৃতিক ফাইবার ও হালকা রেচক গুণ। এটি পেট পরিষ্কার করতে সাহায্য করে, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তারা উপকার পাবেন নিয়মিত খেলে।গ্যাস্ট্রিক ও বদহজমে দারুণ কাজ করেযাদের প্রায়ই পেটে গ্যাস বা অ্যাসিডের সমস্যা হয়, তারা খালি পেটে ভেজানো কিশমিশ খেলে খুব দ্রুত উপকার পেতে...