২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম মহানগরীর একটি শিশু পার্কে প্রবেশ করা নিয়ে দুই ফটো সাংবাদিককে বেধড়ক পেটাল ছাত্রদল’র কয়েক নেতাকর্মী। শুক্রবার সন্ধ্যার পরে নগরীর বেল’স পার্ক সংলগ্ন গ্রীন সিটি শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার শিকার চ্যানেল ২৪ এর ক্যামেরা পারসন শাকিল হাওলাদার পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন হাসান বলেন, “বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ দিতে পরিবার নিয়ে যাই। এ সময় আমার মেয়ে ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরলে তাকে নিয়ে পার্কে প্রবেশের সময় বাধা দেয় বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি...