বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। শুক্রবার (স্থানীয় সময়) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “শুধু ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতেই ইসরাইল ও ফিলিস্তিন শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পারবে। তখনই ন্যায়বিচার কার্যকর হবে।” মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গাজায় শিশুরা অনাহারে মারা যাচ্ছে, বেসামরিক মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে, হাসপাতাল-স্কুলসহ গোটা জনপদ ধ্বংস করে ফেলা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “চরম জাতীয়তাবাদ, ধ্বংসাত্মক ভূরাজনীতি এবং মানবিক দুর্ভোগের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে অর্জিত অগ্রগতিকে ধ্বংস করে দিচ্ছে।”...