বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এবার ইউরোপের তিন দেশ থেকে ২৯ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রত্যেকেই দীর্ঘদিন ধরে ওই দেশগুলোতে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছিলেন। সেখানকার কর্তৃপক্ষ তাদের আটক করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা ব্যক্তিদের বেশির ভাগের অভিযোগ- দালালের মাধ্যমে বিপুল টাকা খরচ করে ইউরোপে গিয়েছিলেন তারা। কিন্তু কাগজপত্র না থাকায় বৈধভাবে কাজ করার সুযোগ পাননি। ফলে অনেকে আটক হন, অনেকে আবার নানা সমস্যার মুখে পড়েন। সূত্র বলছে, ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে সেসব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ চলছে। এর অংশ হিসেবেই ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সম্প্রতি একাধিক দেশ থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো...