সম্পর্ক ও সুযোগের দরজা খোলা থাকবে এই সপ্তাহে। বন্ধু, পরিচিত বা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে কাজে লাগবে। শিক্ষার্থীদের জন্য সময়টা ফলপ্রসূ—পরীক্ষা, প্রশিক্ষণ বা যেকোনো শেখার কাজে ভালো ফল মিলবে। যাঁরা নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করছেন, তাঁরা অগ্রগতি দেখতে পাবেন।পারিবারিক জীবনে আনন্দের মুহূর্ত কাটবে। ঘরে ছোটখাটো আড্ডা, উৎসব বা একসঙ্গে সময় কাটানো আপনাকে মানসিক শান্তি দেবে। দীর্ঘদিনের কোনো ভুল–বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক আরও গভীর হতে পারে।অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকলেও খরচের দিকে নজর রাখা জরুরি। কখনো কখনো অপ্রয়োজনীয় ব্যয় আপনার সঞ্চয় ভাঙতে পারে, তাই পরিকল্পনা করে চলাই ভালো। স্বাস্থ্যগত দিক থেকে এটি ইতিবাচক সময়—শরীরচর্চা শুরু করা, ডায়েট মেনে চলা বা পুরোনো কোনো অভ্যাস পরিবর্তনের জন্য সময়টা উপযুক্ত। যাঁরা শারীরিক ফিটনেস নিয়ে কাজ করতে চান, তাঁদের জন্য ফল...