ফাইনালের আগে `আরেক ফাইনালের’ দেখা পেল এশিয়া কাপ। নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমে ভারত ও শ্রীলংকার লড়াই এমন নাটকীয়তায় পরিণত হবে তা কেও ভাবতেও পারেনি। দুই শতাধিক রানের ম্যাচেও বিজয়ী দলের নিষ্পত্তি হয়নি। ম্যাচ টাই, গড়ায় সুপার ওভারে। সেখানে শ্রীলংকা স্রেফ দর্শক। ভারত শেষটা রাঙিয়ে অপরাজিত দল হিসেবে ফাইনালের মঞ্চে। রোববার দুবাইতেই ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। দুবাইয়ে শুক্রবার আগে ব্যাটিংয়ে নেমে ভারত ৫ উইকেটে ২০২ রান করে। এই প্রতিযোগিতাই এখন পর্যন্ত যা সর্বোচ্চ। জবাবে শ্রীলংকা শেষ ওভারে ১২ রানের লক্ষ্য তাড়ায় তুলতে পারে ১১ রান। রুদ্ধশ্বাস ম্যাচ নিষ্পত্তি হয়নি সেখানেও। সুপার ওভারেও জমজমাট লড়াইয়ের আশা ছিল। কিন্তু আর্শদ্বীপের ওভারে ২ রানের বেশি নিতে পারেনি লঙ্কানরা। ৫ বল খেলে কুশল পেরেরা ও দাসুন শানাকা সাজঘরে ফিরে যান। ৩ রানের লক্ষ্য তাড়ায় ভারতের...