২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মাত্র একদিনেই প্রাণ হারিয়েছেন ৬০ জন ফিলিস্তিনি। এর ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ৫৫০ জনে। শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায় গাজায়। এই হামলায় প্রাণ হারান অন্তত ৬০ জন এবং আহত হন আরও ১৪২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকের মরদেহ আটকে আছে। উদ্ধারকাজে প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের বের করা সম্ভব হয়নি।...