গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোট পেয়েছেন মো. নির্জন নামে এক প্রার্থী। এরপর থেকেই আলোচনায় এসেছে ভিপি পদে নির্বাচন করে মাত্র একটি মাত্র ভোট পাওয়া প্রার্থী কে এই নির্জন? গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৯ জন প্রার্থীর মধ্যে নির্জন একমাত্র একটি ভোট পেয়েছেন। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। জানা যায়, নির্জন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি গণ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি। গত ১১ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু...