আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীতে আবার যোগ দেওয়ার প্রক্রিয়ায় আছেন। ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি নিজের সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরেন। তার ব্যাখ্যা অনুযায়ী, ২০২০ সালের ২ মে সাত দফা কর্মসূচি ও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়ের অঙ্গীকার নিয়ে এবি পার্টি যাত্রা শুরু করে। প্রথমদিকে দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন এবং নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনসহ প্রয়োজনীয় সবকিছুই সম্পন্ন করা হয়। কিন্তু তৎকালীন সরকারের প্রভাবের কারণে সেই সময় নিবন্ধন মেলেনি। পরে রাজনৈতিক পরিস্থিতি পাল্টালে ৫ আগস্টের পর দলটি আনুষ্ঠানিক নিবন্ধন পায় এবং দলীয় কাউন্সিলে মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান নির্বাচিত হন। সোলায়মান...