ফরিদপুরের মধুখালীতে চুরি যাওয়া ছাগল ফেরত না পেয়ে চোরের হেদায়াত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন এক ব্যক্তি। ব্যতিক্রমী এই আয়োজনটি করেন উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আলামিন জমাদ্দার ওরফে সবুজ (৩৬)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গ্রামের একটি মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। পরে উপস্থিতদের জন্য তেহারির আয়োজন করা হয়। আল আমিন জানান, প্রায় এক মাস আগে তার দুটি ছাগল চুরি হয়। অনেক খোঁজাখুঁজি করেও তিনি ছাগল দুটি উদ্ধার করতে পারেননি। থানায় কোনো অভিযোগও করেননি। শেষে তিনি সিদ্ধান্ত নেন চোরের জন্য দোয়া করার—যাতে সে সঠিক পথে ফিরে আসে। তিনি বলেন, ‘চোর হয়তো অভাব কিংবা লোভের কারণে এই কাজ করেছে। আমি যদি তাকে গালমন্দ করি,...