বয়সটা যেন শুধুই একটি সংখ্যা মাত্র— এটাই বারবার প্রমাণ করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল রাতে সৌদি প্রো-লিগের ম্যাচে সিজন চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের বিপক্ষে নিজের দারুন ঝলক দেখিয়েছেন এই পর্তুগিজ তারকা। দুর্দান্ত হেডে গোল করে তারুণ্যের স্বাক্ষর রেখে গেছেন রোনালদো। গতকাল পুরনো বন্ধু করিম বেনজেমার দল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নেমেছিল নাসর। যেখানে ২-০ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোরা। আর এই জয়ে সৌদি প্রো-লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আল-নাসর। এছাড়া এদিন রোনালদোর গোল সংখ্যা পৌঁছে যায় ৯৪৬-এ। অর্থাৎ আর মাত্র ৫৪ গোল করলেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। রোনালদো ছাড়াও এদিন দারুন এক গোল করেছেন সাদিও মানে। ম্যাচের মাত্র নবম মিনিটেই দলকে লিড এনে দেন এই সেনেগালিজ ফুটবলার। বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো উড়ন্ত পাস...