লাদাখকে ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করা ও পৃথক রাজ্য গঠনের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বিশিষ্ট জলবায়ুকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লাদাখের পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) এস ডি জামওয়ালের নেতৃত্বে একটি দল লেহ শহর থেকে তাকে আটক করে। পুলিশ এখনো পর্যন্ত ওয়াংচুকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করেনি। তবে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে তার নির্ধারিত সংবাদ সম্মেলনের আগে প্রশাসন সেটি বন্ধ করে দেয় এবং পরপরই তাকে হেফাজতে নেওয়া হয়। ওয়াংচুকের গ্রেপ্তারের পর লেহ শহরে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সহিংসতার আশঙ্কায় জারি রয়েছে কড়া কারফিউ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে টানা দুই দিন ধরে লেহ শহরে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার...