বড় রান তাড়ায় শ্রীলঙ্কার শুরুটা ভালো ছিল না। প্রথম ওভারে পান্ডিয়ার বলে ক্যাচ দিয়ে ফেরেন কুসাল মেন্ডিস। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি। সেখান থেকে নিসাঙ্কা ও পেরেরার আগ্রাসী জুটিতে এগিয়ে যায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে আসে ১ উইকেটে ৭২। দুই ব্যাটসম্যানই পঞ্চাশ স্পর্শ করেন ২৫ সমান বলে। জুটির রান একশ স্পর্শ করে স্রেফ ৫৩ বলে।১১ ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ১৩০। বাকি ৯ ওভারে দরকার ৭৩। কিন্তু ১২ থেকে ১৫, এই চার ওভারে মাত্র দুটি চার মারতে পারে শ্রীলঙ্কা, রান আসে কেবল ৩১।পেরেরাকে (৩২ বলে ৫৮) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ৭০ বলে ১২৭ রানের বিস্ফোরক জুটি ভাঙেন স্পিনার ভারুন চক্রবর্তি। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটি এটি। ২০২২ আসরে আফগানিস্তানের বিপক্ষে ভিরাট কোহলি ও...