শ্রোতাপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু। ব্যক্তিগত জীবনে রীতা ভট্টাচার্যের সঙ্গে প্রথম সংসার বাঁধেন এই গায়ক। বিয়ের পর টিভি অভিনেত্রী কুনিকা সদানন্দর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান কুমার শানু। এ নিয়ে জলঘোলা কম হয়নি। বলিউড অভিনেতা সালমান খান সঞ্চালিত বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের উনিশতম সিজনে অংশ নিয়েছেন কুনিকা। এ শোতে অংশ নেওয়ার পর থেকে গায়ক কুমার শানুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে টানা কথা বলেছেন তিনি। কুনিকা জানান, কুমার শানু তাকে ছেড়ে অন্য কারো জন্য চলে গিয়েছিলেন। এই ঘটনার জন্য গত ২৭ বছর ধরে শোকাহত কুনিকা। কুনিকার এসব মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে শোবিজ অঙ্গনে। যদিও এ নিয়ে মুখ খুলেননি কুমার শানু। তবে তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য নীরবতা ভেঙেছেন। রীতা ভট্টাচার্য বলেন, “সে (কুনিকা) যখন বলছেন শানুজি কারো সঙ্গে...