দেশে হাসপাতালগুলোয় ভুল চিকিৎসা, চিকিৎসকের অদক্ষতা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ অহরহই পাওয়া যায়। তবে এ নিয়ে বিশেষভাবে কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। চিকিৎসায় অবহেলা কিংবা ভুলের ঘটনায় মামলাও হয়। সেই মামলায় চিকিৎসককে গ্রেপ্তারের নজিরও রয়েছে। তবে তা অপ্রতুল। বিএমডিসির সনদ বাতিলের নজির বিরল। ভুল চিকিৎসার দায়ে মাত্র একজন চিকিৎসকের নিবন্ধন বাতিলের ঘটনা নয়, সাময়িক সময়ের জন্য কয়েকজনের নিবন্ধন স্থগিতের ঘটনাও রয়েছে। এক পরিসংখ্যানে দেখা যায়, গত ২০ বছরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুসহ বিএমডিসিতে পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। তবে অর্ধেক অভিযোগই নিষ্পত্তি করতে পারেনি সংস্থাটি। তার মানে প্রতিষ্ঠানটির সক্ষমতাও প্রশ্নবিদ্ধ। একই ধরনের অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরেও জমা পড়ে। এর সংখ্যা কত, তার পূর্ণাঙ্গ তালিকা বা হিসাব পাওয়া যায় না। আবার ভুল চিকিৎসায় প্রতি বছর মৃত্যুর সংখ্যাও জানার উপায় নেই। মাঝেমধ্যেই ভুল...