নেপালের মানাসলু পর্বতশৃঙ্গে একই দিনে দুইবার উড়ল বাংলাদেশের লাল-সবুজের পতাকা। গতকাল শুক্রবার ভোরে বিশ্বের অষ্টম সর্বোচ্চ শৃঙ্গ মানাসলু জয় করেছেন দুই বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী ও তানভীর আহমেদ। এভারেস্টজয়ী বাবর আলীর এটা চতুর্থ আটহাজারী শৃঙ্গ জয়। অন্যদিকে, একই অভিযানে নিজের প্রথম আটহাজারী শৃঙ্গে সফল হয়েছেন তানভীর আহমেদ।‘মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’ শীর্ষক অভিযানের আয়োজন করেছে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। আউটফিটার হিসেবে ছিল নেপালের ‘স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন’। ক্লাবের সভাপতি ফরহান জামান জানান, শুক্রবার ভোরে তারা মানাসলুর শীর্ষে পৌঁছান। তাদের সঙ্গে গাইড ছিলেন বীরে তামাং ও ফুর্বা অংডি শেরপা। ‘মাউন্টেন অব দ্য স্পিরিট’খ্যাত এ চূড়ার অবস্থান নেপালের মানসিরি হিমাল রেঞ্জে।জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর তানভীর ও বাবর বাংলাদেশ থেকে নেপালে পৌঁছান। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ৭ সেপ্টেম্বর তারা কাঠমান্ডু থেকে গাড়িতে...