সাত বছরের দীর্ঘ বিরতির পর আবারও পরিচালনায় ফিরছেন হলিউডের জনপ্রিয় নির্মাতা শেন ব্ল্যাক। তার নতুন ছবি ‘প্লে ডার্টি’ মুক্তি পাবে প্রাইম ভিডিওতে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বাফটা জয়ী অভিনেতা মার্ক ওয়াহলবার্গ।অপরাধভিত্তিক কাহিনিকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছে সিনেমাটি। বিভিন্ন ছবিতে অপরাধীরা যেখানে প্রযুক্তি ও দুঃসাহসী কাণ্ডে নির্ভরশীল, সেখানে পার্কার চরিত্র একেবারেই ভিন্ন। তিনি মানুষের মনস্তত্ত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। ডোনাল্ড ই. ওয়েস্টলেকের জনপ্রিয় ‘পার্কার’ সিরিজ অবলম্বনে নির্মিত সিনেমাটির গল্পে দেখা যাবে—বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পার্কার প্রতিশোধের পথে নামেন। প্রতিশোধই পরিণত হয় জীবনের সবচেয়ে বড় ডাকাতির পরিকল্পনায়। এতে তার সঙ্গী গ্রোফিল্ডকে সঙ্গে নিয়ে তাকে টক্কর দিতে হবে এক দক্ষিণ আমেরিকান স্বৈরশাসক, নিউইয়র্ক মাফিয়া আর বিশ্বের অন্যতম ধনী এক ব্যক্তির বিরুদ্ধে।মার্ক ওয়াহলবার্গের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন...