গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৩০ জনের বেশি। আল-ওয়েহদা স্ট্রিট, শাতি শিবির, নাসের ও রিমাল এলাকায় একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর আল জাজিরার। রিমাল এলাকা থেকে আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলা হয়। হতাহতদের মরদেহ সরিয়ে নিচ্ছে চিকিৎসা দল, আর সাধারণ মানুষ ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজছেন। জাতিসংঘ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রায় প্রতি আট-নয় মিনিট অন্তর একটি করে বিমান হামলা চালানো হয়েছে, যার “বিধ্বংসী পরিণতি” বেসামরিকদের ওপর পড়ছে। চিকিৎসা সূত্র বলছে, ইসরায়েলি হামলার পাশাপাশি বিতর্কিত ত্রাণ কেন্দ্র থেকে সাহায্য আনতে গিয়ে আরও ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইদিন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে...