শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষ। আজ শনিবার সন্ধ্যায় দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গোৎসবের শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা। প্রতি পূজাতেই ব্যতিক্রমী আয়োজনকে কেন্দ্র করে ভক্তদের বাড়তি আগ্রহ থাকে। ভক্ত-দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় ঘিরে বাড়তি নিরাপত্তা বেষ্টনী থাকে এসব মণ্ডপে। নাটোর শহরের লালবাজার কদমতলার রবি সূতম সংঘের পূজা মণ্ডপে দেখা মিলবে সোনার বরণে সোনালি আঁশ ও পাট দিয়ে তৈরি দুর্গাপ্রতিমার। স্থানীয়রা বলছেন, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিকসহ সব প্রতিমাই তৈরি হয়েছে পাট দিয়ে। এর মধ্যেই আশপাশের এলাকায় বেশ আগ্রহ তৈরি হয়েছে এ পূজা ঘিরে। শরীয়তপুরে এবার ১০২টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, শরীয়তপুরে নড়িয়ার ঘোষপাড়া রাধাগোবিন্দ ধাম মন্দির কমিটির উদ্যোগে ধান দিয়ে তৈরি প্রতিমা ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।...