রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বে বায়ুদূষণের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টা ২৬ মিনিটে ঢাকার একিউআই স্কোর ১০৩। বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে। একিউআই সূচক অনুযায়ী, আজ ১৬২ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা। ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। ১৫৫ স্কোর নিয়ে তৃতীয়তে রয়েছে ভারতের দিল্লি, ১৫২ স্কোর নিয়ে চতুর্থতে রয়েছে কঙ্গোর কিনশাসা এবং ১২৯ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা...