‘সত্তা’ গানটি আভাসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজ সন্ধ্যায় প্রকাশ হবে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘সত্তা’ গানটির কথা লিখেছেন তানযীর তুহীন, সুর করেছেন তানযীর তুহীন ও রাজু শেখ, মিউজিক ও কম্পোজিশন করেছে ব্যান্ড আভাস। গানটির অডিও মিক্স এবং মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব। ‘সত্তা’ মিউজিক্যাল ফিল্মটি ডিরেকশন দিয়েছেন মুন্তাকিম আল মাহিন ও প্রডিউস করেছেন সোহাগ চৌধুরী।আভাসের নিজেদের ফেসবুক ইউটিউব চ্যানেল ছাড়াও ‘সত্তা’ গানটির অডিও সংস্করণ স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক ওটিটি মিউজিক প্ল্যাটফর্ম অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, গুগল প্লে, আই টিউন স্টোর, গানা, সাভান, ডিজার, জিপি মিউজিক, বাংলা লিংক ভাইব, রবি স্প্ল্যাশে শোনা যাবে।আভাস ব্যান্ডের বর্তমান সদস্য: তানযীর তুহীন (ভোকাল), রাজু শেখ (বেজ), হিমেল সারিয়ার (গিটার), আরাফাত শাওন (কিবোর্ড) ও রাশেদ জনি (ড্রামস)। আভাসের নিজেদের ফেসবুক ইউটিউব...