এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে স্থানীয় দুই পক্ষের দ্বন্দ্ব থেকে হামলার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে বিদ্যালয় শেষে শহরে ফেরার পথে ৭–৮ জন মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় বিপুল মিত্রকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মামলা হওয়ার পর শুক্রবার ভোরে কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।মব সৃষ্টি করে অধ্যক্ষকে কলেজে প্রবেশে বাধা: বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানিয়েছেন, নাটোরের জোনাইল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল আছর মো. শফিউজামান অভিযোগ করেছেন, তাকে কলেজে প্রবেশ করতে বাধা দিয়ে তার কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উপাধ্যক্ষ এস এম রাজিবুল করিম ও কিছু শিক্ষক এবং বহিরাগতদের...