সকালের সূর্যের আলোয় ঝলমলে দৃশ্য। নিচু জমি ভরে আছে চার-পাঁচ ফুট পানিতে। সেই পানির বুক জুড়ে লাল শাপলার রাজ্য। কোথাও কোথাও ফুটে আছে সাদা শাপলাও। হাওরের বাতাসে ভেসে আসা ঢেউয়ের সঙ্গে নেচে ওঠে শত শত ফুল। মাঝেমধ্যে শাপলার ফাঁকে দল বেঁধে হাঁস ভেসে বেড়ায়। মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ী উপজেলার ভূঁয়াই এলাকায় ওই দৃশ্য দেখা যায়। জুড়ী উপজেলা সদর থেকে ভূঁয়াইয়ের শাপলার রাজ্যের দূরত্ব পাঁচ কিলোমিটার। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সেখানে পৌঁছাই। সড়কের পশ্চিম দিকে তাকাতেই চোখে পড়ে বিশাল শাপলার বিস্তৃতি। কথা হয় স্থানীয় বাসিন্দা জায়ফরনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাসের সঙ্গে। তিনি ছোট একটি নৌকার ব্যবস্থা করে দেন। মাঝি ছিলেন এলাকার কৃষক রনজিত দাস। নির্জন পরিবেশে ধীরে ধীরে এগোতে থাকে নৌকা। দুই ধারে লাল শাপলার সমারোহ, মাঝেমধ্যে মেলে সাদা...