জাতিসংঘের সাধারণ পরিষদ এবার দুর্দান্ত এক সংহতিময় মুহূর্তের সাক্ষী হলো। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেওয়ার পর ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এ সময় তাকে আলিঙ্গন করেন এবং তার মাথায় চুমু দেন। ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।পেত্রো ইসরায়েলের কড়া সমালোচনা করে তাদের ‘নাৎসি’ বলে আখ্যা দেন। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে শিয়ার দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক সামরিক জোট গড়ে তুলে ফিলিস্তিনকে মুক্ত করার আহ্বান জানান। এ সময় তিনি যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের অন্যসব মিত্রকে দেশটিতে অস্ত্রবাহী জাহাজ পাঠানো বন্ধ করার আহ্বান জানান।এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে আক্রমণ করে বলেন, তারা অভিবাসনকে অজুহাত হিসেবে ঠিকই তুলে ধরছে, কিন্তু জলবায়ু সংকট মোকাবিলায় কিছুই করছে...