কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাইফুল ইসলাম রাসেল ‘চাঁদার টাকার ভাগবাটোয়ার দ্বন্দ্বের জেরে’ বন্ধুদের নিদারুণ নির্যাতনে খুন হন বলে উঠে এসেছে পুলিশের তদন্ত প্রতিবেদনে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ঢাকার কেরানীগঞ্জে ‘আব্বা বাহিনীর’ প্রধান আফতাব উদ্দিন রাব্বি ভিকটিম রাসেলকে তার সহযোগীদের নিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। রাসেল প্রাণ বাঁচাতে রাব্বীকে 'আব্বা, আব্বা' ডেকেও রেহাই পাননি। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান ৩৪ বছরের এই যুবক। রাসেল শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেনের পিএস ছিলেন। আর রাব্বি হলেন চেয়ারম্যান ইকবালের ভাতিজা; তিনি কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। এক কন্যা সন্তানের জনক রাসেল পরিবার নিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জের ভাড়া বাসায় থাকতেন। তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাসেলের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের ভাসানচরে। ৫ অগাস্টে সরকার পতনের পর রাসেলের পুরো পরিবার কেরানীগঞ্জ ছেড়েছে।...