টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল শ্রীলঙ্কার। তবুও এশিয়ার কাপের শেষটা জয় দিয়ে করার দারুণ সুযোগ পেয়েছিল লঙ্কানরা। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি শ্রীলঙ্কা। শেষ দিকের নাটকীয়তায় ভারতের সমান স্কোরে শ্রীলঙ্কার ইনিংস থামলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে লঙ্কানদের সহজেই হারিয়ে টুর্নামেন্টে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রাখলেন সুরিয়া কুমার ইয়াদাভরা। গতকাল দুবাইয়ে ভারতের দেওয়া ২০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাতুম নিশাঙ্কা ও কুশল পেরেরার ঝড়ে ১২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে ১ উইকেটে ১৩৪ রান। জয়ের সমীকরণ মেলাতে শেষ ৪৮ বলে লঙ্কানদের দরকার ৬৯ রান। হাতে তখনো ৯ উইকেট। ম্যাচটা শ্রীলঙ্কা অনায়াসেই জিতে যাবে, এমনটাই ছিল অনুমেয়। কিন্তু আর্শদীপ-ভারুণ-কুলদ্বীপদের দুর্দান্ত বোলিংয়ে শেষ দিকে ম্যাচের চিত্রনাট্য বদলাতে থাকে। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার শ্রীলঙ্কার। স্ট্রাইক প্রান্তে সেঞ্চুরি তুলে নেওয়া নিশাঙ্কা।...