গাজাকে জনশূন্য করার পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে ইসরায়েল। আইডিএফের হামলায় উপত্যকাটিতে একদিনে আরও ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরমধ্যে গাজা সিটিতেই নিহত হয়েছে ৩০ জন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এনিয়ে উপত্যকাটিতে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ছাড়াল সাড়ে ৬৫ হাজার। গাজায় অনাহারে শুক্রবার ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। এনিয়ে উপত্যকাটিতে অনাহারে ১৪৭ শিশুসহ মারা গেল ৪৪০ ফিলিস্তিনি। তীব্র বোমা হামলার মধ্যেই গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বজনদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফিলিস্তিনিরা। প্রাণ হারানোর ঝুঁকিতে রয়েছেন গাজায় আহতদের চিকিৎসা দিতে...