রাজধানীর চকবাজারে ছুরির আঘাতে আহত আমিরলাল সরদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। পুলিশের ধারণা, সহকর্মীই আমিরলালকে ছুরিকাঘাত করেন। ঘটনার পর থেকে সেই সহকর্মী পলাতক রয়েছে। আমিরলাল সরদার মিটফোর্ড কালীবাড়ি এলাকার একটি প্লাস্টিক সামগ্রীর গোডাউনে কাজ করতেন। শুক্রবার সকালে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে রাত ৯টার দিকে তিনি মারা যান। আমিরলালের চাচাতো ভাই মো. জসিম সরদার বলেন, আমিরলালের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে। তালেব সরদারের ছেলে আমিরলাল কালীবাড়ি এলাকায় একটি গোডাউনে থাকতেন। সেখানে হেলাল (২০) নামে এক যুবকও থাকত। জসিম জানান, সকালে কারখানার মালিক আমির হোসেন গোডাউনে গিয়ে আমিরলালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাতের কারণে...