কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে বৈশ্বিক বৈষম্য কমাতে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এই তহবিলের নাম হতে যাচ্ছে ‘গ্লোবাল ফান্ড ফর এআই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এক বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।গুতেরেস বলেন, এআই ব্যবহারে বৈষম্য কমাতে একটি বৈশ্বিক তহবিল ‘গ্লোবাল ফান্ড ফর এআই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’ গঠনের বিষয়েও আলোচনা চলছে। এই তহবিলের মাধ্যমে কম্পিউটিং শক্তি, ডাটা, গবেষণা, শিক্ষা প্রশিক্ষণ ও নিরাপত্তা মানদণ্ডে সমতা আনার পরিকল্পনা রয়েছে।এ সময় তিনি জানান, বিজ্ঞানের ভিত্তিতে এআই নীতিমালা নির্ধারণে একটি আন্তর্জাতিক স্বাধীন বৈজ্ঞানিক প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও শাখার বিশেষজ্ঞরা যুক্ত হবেন।জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক বলেন, ‘১৯৪৫ সালে জাতিসংঘ যেমন বৈশ্বিক দিশারি হয়েছিল, আজকের এই চুক্তিও তেমন...