এবারের এশিয়া কাপে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। যা শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে।টানটান উত্তেজনার এই ম্যাচ শেষে ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব বলেন, “এটা ফাইনালের মতো মনে হচ্ছিল (হাসি)। ” শ্বাসরুদ্ধকর এই ম্যাচে দুই দলই দারুণ লড়াই করে। নির্ধারিত ওভার শেষে ম্যাচ টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসে মাঠ ছাড়ে ভারত। ম্যাচ শেষে সূর্যকুমার যাদব স্বস্তির হাসি হেসে জানালেন ফাইনালের আগেই আরেকটা ফাইনালের স্বাদ পেয়েছেন তিনি। ভারতীয় তারকা বলেন, “মাঠে খেলতে নেমে মনে হচ্ছিল যেন কোনো ফাইনাল ম্যাচ খেলছি। গ্যালারির উচ্ছ্বাস, খেলোয়াড়দের মানসিক চাপ- সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। ” ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে তোলে ২০২ রান। ওপেনার অভিষেক শর্মা ঝড়ো ইনিংসে খেলেন( ৩১ বলে ৬১...