বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। উন্নত শিক্ষাব্যবস্থা, জীবনযাত্রার মান,গবেষণা, চাকরির সুযোগ-সুবিধার জন্য প্রায় সবাই দেশের বাইরে যেতে চায়।তবে এ যাত্রা কিছুটা সময়সাপেক্ষ ও এর জন্য প্রয়োজন যথাযথ প্রস্তুতি। সঠিক দিকনির্দেশনা, প্রয়োজনীয় তথ্য ও সঠিক পরিকল্পনার অভাবে অনেকেই শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন। সম্প্রতি উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা শেষ হয়েছে। অনেক শিক্ষার্থীই এখন বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন। এজন্য পরীক্ষা-পরবর্তী সময়টিই তাদের জন্য উত্তম। কেননা, স্নাতক পর্যায়ে প্রায় সব দেশেই স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে। বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রথমেই দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। কেননা দেশ ভেদে জীবনযাত্রার মান, শিক্ষাব্যবস্থা, খরচ ও ভর্তির প্রয়োজনীয়তা ভিন্ন। তাই প্রথমেই নিজের লক্ষ্য স্থির করতে হবে। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, জার্মানি, জাপানসহ ইউরোপের দেশগুলোর...