বগুড়ায় বাদ্যযন্ত্র কেনা-বেচার বাজারে ধস নেমেছে। বড় কনসার্ট বন্ধ হয়ে যাওয়া ও ছোট আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান কমে যাওয়ায় বেচা-কেনা গত এক বছরে অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বিভিন্ন বাদ্যযন্ত্র বিক্রির দোকান ঘুরে দেখা গেছে, গিটার, কি-বোর্ড, তবলা, হারমোনিয়াম বিক্রির জন্য সাজানো, কিন্তু কাঙ্ক্ষিত ক্রেতার সংখ্যা একেবারেই কম।প্রতিবছর দুর্গাপূজার আগে ঢাক, ঢোল, শঙ্খ, ঘণ্টা, কোরতাল (কাঁসি) বিক্রির যে ভিড় থাকতো এবারও সেটাও কম। বগুড়ার বাদ্যযন্ত্রের একমাত্র মার্কেট শহরের চেলো পাড়া। এখানে ছোট-বড় ১২টি দোকান রয়েছে বাদ্যযন্ত্র কেনা-বেচার। এর মধ্যে কয়েকটি আছে শত বছরের পুরোনো। শহরের বাইরে শেরপুর, কাহালু, শিবগঞ্জ উপজেলায় আরও ৫/৬টি বাদ্যযন্ত্রের দোকান আছে।দোকানিদের সাথে কথা বলে জানা গেছে, গত এক বছরে জেলার বাদ্যযন্ত্রের বাজারে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। আগে যারা নিয়মিত বাদ্যযন্ত্র কিনতেন তারা আর আসছেন না।...