ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে যুদ্ধোত্তর পরিস্থিতি সামাল দিতে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠনের বিষয়ে আলোচনা চলছে। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যিনি ২০০৩ সালে নিজের দেশকে ইরাক যুদ্ধে জড়িয়েছিলেন, তাকে এ কর্তৃপক্ষের নেতৃত্বের ভূমিকায় দেখা যেতে পারে—এমন আলোচনাও চলছে। বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও এ ধরনের একটি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, যদি এ পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি (জিআইটিএ) নামক একটি সংস্থা পাঁচ বছরের জন্য গাজার ‘সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ’ হিসেবে কাজ করতে পারে, যার প্রধানের ভূমিকায় দেখা যেতে পারে ব্লেয়ারকে।বিবিসির এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুদ্ধ-পরবর্তী গাজায় অন্তর্বর্তী প্রশাসন নিয়ে যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় সম্পৃক্ত রয়েছেন টনি ব্লেয়ার। এর অংশ হিসেবে গত আগস্টে টনি ব্লেয়ার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের...