দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে পর্যটন কেন্দ্র নির্মাণের জন্য ২০১৮ সালে একটি প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ পর্যটন করপোরেশন। প্রকল্পটি ওই বছরের জুলাইয়ে শুরু হয়ে ২০২১ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পটির স্থান নির্বাচন, ভূমি অধিগ্রহণ, নকশা প্রণয়নসহ অনুষঙ্গিক কাজ শেষ করতেই চলে গেছে সাত বছর। প্রকল্পটির কোনো ভৌত অগ্রগতি নেই। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ নভেম্বর প্রকল্পটি অনুমোদন পায়। ব্যয় ধরা হয়েছিল ২২ কোটি ৪৬ লাখ টাকা। প্রকল্পটির আওতায় হিমালয়ের পাদদেশের জেলাটিতে এক একর জমির ওপর একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নির্ধারিত তিন বছরে প্রকল্পের অগ্রগতি শূন্য। ২০২২ সালের জুনে প্রথম দফায় প্রকল্পটি সংশোধন করা হয়। বর্ধিত ব্যয় নির্ধারণ করা হয় ৩৯ কোটি ৩৪ লাখ টাকায়। আর মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত...