দুর্ঘটনায় হত বা আহত হলে বা বীমার মেয়াদ পূর্ণ হলে এককালীন আর্থিক সুবিধা পাওয়া যাবে এ আশায় মানুষ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে পলিসি খুলে থাকেন। পলিসি চালুর পর নিয়মিত কিস্তি পরিশোধ করলেও মেয়াদ শেষে বা হতাহত হলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা তুলতে গিয়ে চরম বিপাকে পড়তে হয় মানুষকে। কোম্পানিগুলো কাগজপত্রের জটিলতার দোহাই দিয়ে টাকা পরিশোধে টালবাহানা করে। এর কারণ, ইন্স্যুরেন্স কোম্পানির মালিকরা সাধারণত অনিয়ম ও দুর্র্নীতির মাধ্যমে গ্রাহকের টাকা মেরে দেন। এবার একটি ইন্স্যুরেন্স কোম্পানির কেলেঙ্কারির কথা সামনে এসেছে, যার নাম ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এফআইএলআইসিএল)। প্রতিষ্ঠানটির সাবেক কয়েকজন পরিচালক জালিয়াতির মাধ্যমে কোম্পানির ১ হাজার ৪৫৩ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। তারা জমি কেনা, ঋণ দেওয়া ও বিনিয়োগের নামে এ পরিমাণ টাকা লুট করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ...