তবে এসব বৈঠকের বিষয়ে জানতে দায়িত্বপ্রাপ্ত নজরুল ইসলাম খান ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।এদিকে, জটিলতাপূর্ণ আসনগুলোর সমস্যা সমাধানে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও কাজ করছেন। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নিয়মিত বৈঠক করছেন তারা। এসব বৈঠকেও দলের নির্দেশনা তুলে ধরে প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।জানতে চাইলে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, কেন্দ্রের নির্দেশে আমরা বিভিন্ন আসনের নেতাদের নিয়ে নিয়মিত বসছি। এসব বৈঠকের উদ্দেশ্য একটাই বার্তা দেওয়া যে, আগামীতে দল যাকেই মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। এদিকে, জটিলতাপূর্ণ আসনগুলোর সমস্যা সমাধানে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও কাজ করছেন। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন আসনের সম্ভাব্য...