বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ককটেল ২’ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ছবির শুটিং সেট বসেছে ইতালিতে। সেখানে সিনেমার শুটিং থেকে সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল।ফাঁস হওয়া সেই ভিডিওতে দেখা যায় শাহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা—তিন তারকার উপস্থিতি। মনোরম সিসিলির রাস্তায় তাদের হাঁটতে দেখা যায়, আর চারপাশে ব্যস্ত সিনেমার টিম।এর আগে শোনা গিয়েছিল, নির্মাতারা ইতালিতে একটি জাঁকজমকপূর্ণ গানের শুটিং করবেন। ফাঁস হওয়া সেই ভিডিও দেখে বোঝা যায়—এটি গানের দৃশ্য। যার সেট বসেছে ইতালির সিসিলির রাস্তা ও সমুদ্রতীরবর্তী অপূর্ব লোকেশনে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে সিনেমা সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র জানায়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই গানটির দৃশ্যধারণ সম্পন্ন হওয়ার কথা।পরিচালক হোমি আদাজানিয়া পুরো এক মাস সময় দিচ্ছেন সিসিলিতে শুটিংয়ের জন্য। বিশেষ করে সমুদ্রতীরের দৃশ্যগুলো ছবির কাহিনিতে...