চট্টগ্রাম ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ওয়াসার প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এমডি খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পরপর তিন দফায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরও প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে না। তিন দফায় মোট ৪৫ জন প্রার্থী আবেদন করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, নিয়োগে শর্ত জটিলতার কারণে অনেক যোগ্য প্রার্থী আবেদন করতে পারছেন না। এর আগে ২০২৪ সালের ৩০ অক্টোবর অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম ওয়াসার তৎকালীন এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে অব্যাহতি দেয়। তিনি ২০০৯ সাল থেকে টানা আটবার নিয়োগ পেয়ে দীর্ঘ ১৫ বছর এমডির দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘ দায়িত্ব পালনকারী এমডি হিসেবে রেকর্ড হয়ে আছে। ফজলুল্লাহর বিদায়ের পর ওয়াসার ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার...