দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান। অভিনেত্রী রাফিয়াদ রশীদ মিথিলার সঙ্গে দীর্ঘসময় প্রেমের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০০৬ সালে। এরপর তাদের ঘরে আসে একটি কন্যাসন্তান। কিন্তু ১১ বছর পর ২০১৭ সালে এ দম্পতির মধ্যে সম্পর্কের অবসান ঘটে। বিচ্ছেদের ঘণ্টা বাজে তাদের সংসাসে। মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান মিথিলা। অভিনেত্রীর এরপর বছরদুয়েক একা থেকে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। মেয়েকে নিয়ে সেখানেই গড়েন আবাস। অন্যদিকে দীর্ঘদিন একা থেকে চলতি বছরের শুরুতে আমেরিকা প্রবাসী রোজা নামে এক রূপসজ্জাকরকে বিয়ে করেন তাহসান। এগুলো সবই পুরোনো খবর। চলতি সপ্তাতে তাহসান আবারও আলোচনায় এসেছেন। বছরখানেক আগে তিনি ছেড়েছেন অভিনয়। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় এক কনসার্টে দাঁড়িয়ে বলেছেন, ‘এটাই তার শেষ কনসার্ট’। অর্থাৎ এবার গানকেও ‘গুডবাই’ জানাচ্ছেন তিনি। কারণ হিসাবে জানিয়েছে ‘মেয়ের বড় হওয়া’। তাহসানের...