এই লাভ লকস যতটাই রোম্যান্টিক হোক না কেন, এটি নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের জন্য একটি মাথাব্যথার কারণ। হাজার হাজার তালার মিলিত ওজন ব্রিজের ঐতিহাসিক কাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে কেবল রক্ষণাবেক্ষণের সমস্যাই হয় না, নিরাপত্তার বিষয়টিও প্রশ্নের মুখে পড়ে। এ কারণে সিটি কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে এই তালাগুলো খুলে ফেলার জন্য সতর্কবার্তা জারি করে। ব্রিজের কাঠামো সুরক্ষিত রাখতে এবং অতিরিক্ত ভার কমাতে কর্মীদের দিয়ে প্রায়শই এই তালাগুলো কেটে ফেলা হয়। তবুও এই চক্র থেমে নেই। একদল তালা সরানো হলেও, নতুন করে পর্যটকরা আসে, নতুন তালা ঝুলিয়ে যায়। কারণ যুক্তি দিয়ে ভালোবাসার এই আবেগঘন রীতিকে থামানো যায়নি। ব্রুকলিন ব্রিজ তাই আজ কেবল ইতিহাস আর স্থাপত্যের উদাহরণ নয়। এখানে ইমারত ও...